
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মার্কেটের পিলারের সঙ্গে ধাক্কা। অতঃপর অটোচালকের মৃত্যু।
সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মৌলভীবাজারের মোশারফের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অটোচালক বিভিন্ন জায়গায় চানাচুর বিক্রি করতেন। সেই লক্ষ্যে তিনি টংগুয়া থেকে পাকেরহাটে চানাচুর বিক্রির উদ্দেশ্য পথিমধ্যে এ ঘটনা ঘটে। মো. শাহীন (৩৮) ঠাকুরগাঁওয়ের সদেরর নিশ্চিন্তপুর গ্রামের মৃত শরিফদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অটোরিকশা চালানোর সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মার্কেটের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয় ভ্যানচালক সাদ্দাম হোসেন তাকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভাগ্যক্রমে ওই অটোরিকশার আরেকজন ব্যক্তি বেঁচে যান। তার নাম পরিচয় জানা যায়নি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।