
নুরুন নাহার বেবী সিলেট
পূণ্যভুমি সিলেট আগমনে বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় সচিব জনাব ড. বিকর্ণ কুমার ঘোষ মহদোয়কে এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পূণ্যভুমি সিলেটের নগর পিতা, সাবেক মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়।
মরহুম কবি আবুল বশর আনসারীর কনিষ্ঠপুত্র আন্তর্জাতিক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ সুলেমান।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুক্তরাজ্য ও সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিবিদ ও কবি, লেখক কবি আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভ‚মি’র “ফলক উন্মোচন” করা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, সময়: বিকাল ৪ টা, স্থান: জেনেত কটেজ, ১৬৬/বি রংধনু, চৌকিদেখি, সিলেট।