
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফরিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু। ৪০টি ইভেন্টে ২০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।