
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই রাতের আঁধারে উপজেলার উত্তর বাজার কাউখালী নেছারিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর ছাত্রদের মাঝে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র কম্বল ছাত্রদের গায়ে জড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, অত্র মাদ্রাসার হাফেজ মাওলানা এবাদত হোসেন, উত্তর বাজার বাইতুল নূর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আবু বকর। শীত বস্ত্র কম্বল পেয়ে ছাত্রদের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কাজ অব্যাহত রাখবো।