
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের পক্ষ থেকে চুড়ান্ত মনোনয়ন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই তালিকায় বাগেরহাট থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য মীর সাকাওয়াত হোসেন দারু’র সহধর্মিণী ফরিদা আক্তার বানু (লুসী)।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (B.M.S.F) এর কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ ও সাধারণ সম্পাদক সূয্য চক্রবর্তী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এ শুভেচ্ছা জানিয়েছেন।