
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পপুলার লাইফ ইন্সুরেন্সের জেলা ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, কাউখালী ইনচার্জ মোঃ আজম খান, জেলা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডিজিএম ফারুক আহমেদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।