
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৯ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ভান্ডারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান গাজী, উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা আলাউদ্দিন, সহ সুপার মাওলানা লোকমান হোসেন, ইউপি সদস্য মোশারেফ হোসেন প্রমুখ। অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: ফারুক হোসেন এর প্রচেষ্টায় এ সহায়তা (সেলাই মেশিন) প্রদান করা হয়।