
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওসমান গনী (সৈকত) এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই শিক্ষাবর্ষের আল আমিন। এছাড়া হেলথ টিমের আহ্বায়ক হিসেবে আছেন ফার্মেসি বিভাগের রামিম মিয়া।
বুধবার (৬ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো- সহ-সভাপতি রবিউল হোসেন, দীপ চৌধুরি,সামিন বখশ সাদি, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, রামিম মিয়া,ওবায়দুল্লাহ খান, জিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান তালুকদার,মো. মহিউদ্দিন, সোহানুল ইসলাম শাওন, চৌধুরি মাসাবীহ, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক দীপু চক্রবর্তী, সাদিয়া আফরিন, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক আবু শাহামা ও রিয়াজ আহমেদ।
এছাড়া হেলথ টিমের সমম্বয়ক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত, শারমিন সুলতানা আঁখি, যুগ্ম সমম্বয়ক মোহাম্মদ রোহান রাব্বি, যারিন তাসনিম শামা, উম্মে এশা, মাহবুবুর রহমান, সাইফ হাসান জিদনী। এছাড়াও কার্যকরী সদস্য ও কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য পদে আরো অনেকে দায়িত্বে পেয়েছেন।
উল্লেখ্য: বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে।