
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
উত্তর ময়মনসিংহ জেলার আকিজ সিমেন্টের রিটেইলার সমাবেশ শনিবার (৯মার্চ) গৌরীপুরে অনুষ্ঠিত হয়।
মেসার্স ভূইয়া হার্ডওয়ার স্টোরের আয়োজনে গৌরীপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত রিটেইলার সমাবেশে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো: নাসির উদ্দিন। মেসার্স ভূইয়া হার্ডওয়ার স্টোরের স্বত্বাধিকারি আলহাজ্ব মো: আক্কাস আলী ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসআরএম এর জোনাল সেলস্ প্রধান জিয়াউল আহসান, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের টেরিটরি ম্যানেজার ইব্রাহিম মিয়া, বিএসআরএম এর ডেপুটি ম্যানেজার মো: আনিসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মেসার্স ভূইয়া হার্ডওয়ার স্টোরের পরিচালক আলী ভূইয়া রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা: আব্দুল্লাহ আল হাবীব। অনুষ্ঠানে উত্তর ময়মনসিংহ জেলার ২০জন সেরা রিটেইলারকে পুরস্কৃত করা হয়। এছাড়া উপস্থিত সকল রিটেইলার ও মহিলাদের মাঝে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।