
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে দলটি। মঙ্গলবার বিকেল ৩ টায় পঞ্চগড় দলীয় কার্যালয় থেকে সদর উপজেলার আহবায়ক মো.আনোয়ার হোসেন ও সদস্য সচিব সেকেন্দার আলীর নেতৃত্বে এক বিশাল কালো পতাকা মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে তেতুলিয়া মহাসড়ক ঘুরে আবার বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় দ্রব্য মূল্যের উধ্বগতি, ৭ই জানুয়ারী অনুষ্ঠিত ডামি নির্বাচন বাতিল এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবীতে হাতে কালো পতাকা নিয়ে বিএনপি’র নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
এ সময় বক্তব্য দেন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সিনিয়র আইনজীবী আদম সুফি, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,বিএনপির নেতা আবু দাউদ প্রধান, মহিলা দলের সভাপতি লাইলী আরজুমান মুক্তি সহ সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা