
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টার রামপুরা (ঢাকা) শাখার উদ্যোগে ২০২৩ সালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা গত ১০ মার্চ (রবিবার) সন্ধ্যায় আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , প্রধান প্রশিক্ষক ডাঃ রাইসুল ইসলাম আশিক।
বিশেষ অতিথি ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন, মোঃ মেহেদী হাসান,মোঃমিনার হোসেন ও মোঃ তুহিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের,
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পরিচালকগণ। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী আপনাদের স্বাস্থ্য সেবায় অবদান কম নয়। বক্তারা , সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ২০২৩ সালের প্রশিক্ষণার্থীদের আয়োজনে ও আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টার (রামপুরা) শাখার পরিচালক মোঃ আমিনুল ইসলাম (বুলবুল) এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ।