
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজনীন নাহার রশীদ (লাইজু) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ( ১৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে শ্রমিকলীগের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. মহাসিনের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, আঃ বারেক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।