
দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন জুয়ারীকে আটক করা হয়েছে।
চলতি মাসের ১৮ মার্চ রাতে তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমের নির্দেশনায় এসআই আলতাফ হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তানোর উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা গ্রামে অভিযান চালিয়ে চার জন জুয়ারীকে আটক করেন।
আটককৃত রা হলেন, ১। শ্রী রঘুনাথ দাস (৪৯), পিতা- মৃত অমূল্য দাস, ২। মোঃ আতাউর রহমান (৩২), পিতা- আব্দুস সাজস, ৩। মোঃ নাঈম মন্ডল (২০), পিতা- মোঃ সালাউদ্দীন ভুট্ট, সর্ব – সাং- মালশিরা, ৪। মোঃ সইমুউদ্দীন (৪৮), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- রঘুনাথপুর, সর্ব থানাঃ তানোর, জেলা রাজশাহীসহ পলাতক আসামী আরো অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনাস্থল হইতে জব্দকৃত আলামত ১ (১) জুয়া খেলায় ব্যবহৃত ০২ (দুই) দেই তাস= ১০৪ (একশত চার) টি (যাহার প্যাকেটের গায়ে ইংরেজীতে
DON লেখা আছে). (২) একটি সাদা প্লাস্টিকের চট, যাহার দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩৮ ইঞ্চি, (৩) জয়া গোগা আসরে পড়ে থাকা জুয়া খেলার নগদ টাকা, যাহার পরিমান ২,২৭০/- (দুই হাজার দুইশত সত্তর) টাকা যায়
যথাক্রমে (৫০০ X ৩) = ১৫০০/- টাকা, (১০০ X ৬) = ৬০০/- টাকা, (২০ X ৫) = ১০০/- টাকা, (১০X৬) = ৬০/- টাকা, (০৫ X ২) = ১০/- টাকা।
আটকৃত আসামীগনদের চলতি মাসের ১৯ মার্চ আদালতে সপদ্দ করা হয়