
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা হৃদয়@ চাক্কু হৃদয়সহ ০৬ সদস্য’কে ডাকাতি করার সময় হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন স্থানে বাস,পণ্যবাহী ট্রাক থামিয়ে ডাকাতি কার্যক্রম করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ উক্ত চক্রটি’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য ছায়াতদন্ত শুরু করে যার প্রেক্ষিতে, অদ্য ২০ মার্চ ২০২৪ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা-আরিচা মহাসড়কস্থ নবীনগর এলাকায় ট্রাক থামিয়ে ডাকাতি করার সময় ০২টি সুইচ গিয়ার চাকু, ০৪টি মোবাইল, নগদ- ২,৮৫০/- টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা হৃদয় @চাক্কু হৃদয়সহ ০৬ সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
ক। হৃদয় @চাক্কু হৃদয় (১৯), জেলা-পাবনা। খ। মোঃ সোহেল @ গিয়ার সোহেল (৩২), জেলা-রাজবাড়ী। গ। মোঃ সজিব হোসেন @ কাটা সজিব (১৯), জেলা-পটুয়াখালি। ঘ। মোঃ মোস্তাকিন শেখ (২১), জেলা-নড়াইল। ঙ। মোঃ সানি (২০), জেলা-চাঁদপুর। চ। মোঃ সাইম (১৯), জেলা-মাদারীপুর। ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা ৭-৮ জনের ডাকাত দল প্রায়শই ঢাকা-আরিচা মহাসড়কে ছুরি ও চাকু সহ অবস্থান করে। তাদের প্রাথমিক উদ্দেশ্য থাকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক/ লরি।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গভীর রাতে যে সকল যানবাহনের ড্রাইভাররা রাস্তার ধারে গাড়ি থামিয়ে বিশ্রাম করে, সেই সুযোগকে কাজে লাগিয়েই গাড়িতে থাকা ড্রাইভার হেল্পারকে জিম্মি করে গাড়ির মালামাল ডাকাতি করে আসছিল। এছাড়াও ড্রাইভার হেলপারকে জিম্মি করে তাদের পরিবার থেকে মোটা অংকের টাকাও দাবি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া ও সাভার মডের থানায় একাধিক ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক মামলা রয়েছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। (মোঃ জিয়াউর রহমান চৌধুরী) সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পক্ষে পরিচালক