
মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছেন, এবি যুব সমাজের উদ্যোগের ব্যানারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইকবাল আকন্দ নামে এক যোবক।
শুক্রবার (২২ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আকন্দ বাড়ী মোড়ে এ ইফতার বিতরণ করা হচ্ছে। প্রথম রোজা থেকেই এ ইফতার বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে চলবে শেষ রোজা অবধি বলে জানা যায়।
রোজাদারদের সম্মানে, মহান আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিদিন শতাধিক মানুষের ইফতারের আয়োজন করা হয়। এখানে প্রতিদিন ইফতারের আগমুহূর্তে ইফতার প্যাকেট নেওয়ার জন্য পথচারী সবাইকে আহ্বান করা হয় যাদের প্রয়োজন তারা নিচ্ছেন বলে জানা যায়।
পথচারী তৌহিদুল ইসলাম সরকার বলেন, বাজারে যে দাম তাতে ইফতার সামগ্রী কেনা কষ্টকর রোজার মাসে এটি তাদের অবশ্যই ভালো উদ্যোগ।
এ উদ্যোগে জড়িত ইকবাল আকন্দ বলেন, ইফতার বিতরণের এই কার্যক্রম কোন ভিক্ষা বা দান নয়, মানবিক সহযোগিতা। একমাত্র আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এই কার্যক্রম পরিচালনা করছি।যে কেউ চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন।