
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। রোজাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা ফলের দাম তাদের ইচ্ছামতন বাড়িয়ে বিক্রি করছে।
উল্টো ফল ব্যবসায়ীরা জানান, বেশি দামে তাদের ফল কেনা পরে। তাছাড়া ফল কিনে আনতে যাতায়াত খরচ সহ দাম একটু বেশি পড়ে।
ব্যবসায়ীরা আরও জানান, তারা সামান্য লাভে ক্রেতাদের কাছে ফল বিক্রি করছে। বর্তমানে কাউখালী বাজারে প্রতি কেজি আপেল ২৬০ টাকা, মালটা ৩২০ টাকা, কমলা ২২০ টাকা, আনার ৩২০ টাকা, আঙ্গুর ফল ২৮০ টাকা, নাশপাতি ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। খেজুরের দাম প্রকার ভেদে ২৫০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
খুচরা ফল বিক্রেতা মোনায়েম হোসেন বলেন, পাইকারিতে কাটন কাটন ফল বিক্রি হয়। খুচরাতে কেজি হিসেবে আমরা বিক্রি করি। দোকান ভাড়া, কর্মচারী ভাড়া, পরিবহন ব্যয় হিসেব করলে আমরা তেমন লাভ করতে পারি না। দাগ পরা ও পচা ফল কেউ কিনতে চায় না। এগুলো আমাদের ঘাটতি থেকে যায়। দিনমজুর শুকুর আলী বলেন বাজারের নিত্য প্রয়োজনীয় যে দাম তাতে আমাদের পক্ষে ফল কেনা সম্ভব না। আক্ষেপ করে বলেন আমরা শুধু ফল দেখেই যাব। খেতে ইচ্ছা চাইলেও খেতে পারব না।
ভুক্তভোগী জনগণ জানান, বাজার মনিটরিং জোরদার করা হলে ফলসহ যেকোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের আওতায় আসবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সিন্ডিকেট করে যদি কোন ব্যবসায়ী ফলসহ দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত দামে বিক্রি করে তাহলে তাদের আইনের আওতায় আনা হইবে।