
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী কালিবাড়ি বাজারে এইচএসসি পরিক্ষার্থী নাহিদ খান নামের এক জন যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্রাসীরা। তাকে শ্বাসরোধ্য করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অসস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। জানা যায়, নাহিদ নিজ বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়া শেষে কালিবাড়ি বাজারে সেলুনে চুল কাটার উদ্দেশ্যে জাচ্ছিলেন।
এসময় কালিবাড়ি বাজার সংলগ্ন জামে মসজিদ এলাকায় পৌছালে স্থানীয় কিছু পক্ষ বিপক্ষের লোকজনের মধ্যে ঝগড়াঝাটি হওয়া দেখে বাজারের সেলুনে চুল কাটার উদ্দেশ্যে পরিমলের সেলুনে গিয়ে বসে। এসময় স্থানীয় সন্ত্রাসী দুলালের নেতৃত্বে জিয়াদ, ফয়সাল, রাহাত আলী, ছগির, সোহেল নামের ৭/৮ জনের একটি দল অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।
এ হামলায় সেলুনের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। এসময় নাহিদকে উদ্বার করতে আসা স্থানীয় ইউনুচ ফরাজী নামের ব্যক্তির হাতে আঘাত প্রাপ্ত হয় এবং তার হাতে থাকা স্মার্টফোনটি ভেঙে ফেলে তারা।
সেলুনের মালিক পড়িমল জানান, চুল কাটতে আসা নাহিদের উপর হামলা চালিয়ে আমার ঘরের ভেতরের আসবার পত্রসহ অন্যান্য মালামাল ভাংচুর করে রেখে যায় তারা।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিাযোগ পাইনি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।