
মোস্তফা মিয়া মিয়ারগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন করা হয়েছে। পুণর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের পীরগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান জুয়েল। তিনি ইতিপূর্বে প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়।
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন করা হয়েছে। পুণর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের পীরগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান জুয়েল। তিনি ইতিপূর্বে প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির ১ নং সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহ মো.সাদা মিয়া। এছাড়াও ২ টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ও দৈনিক দেশের কন্ঠের মশফিকুর রহমান পল্টন।
গত ২৩ মার্চ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হলে প্রেসক্লাবের সাধারন সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন সাধারন সম্পাদক মাযহারুল আলম মিলন (দৈনিক সমকাল), যুগ্ম সাধারন সম্পাদক আনযারুল হক (দৈনিক মানবজমিন), সাহিত্য ও দপ্তর সম্পাদক বখতিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), কার্যকরী সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু (দৈনিক যুগের আলো) ও হাসান আলী প্রধান (দৈনিক বাংলাদেশ সময়)। এ কমিটি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।