
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ এবং হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা সদরের শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবড়ির সামনে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল বরণ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা সুব্রত রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূজা উদযাপন পরিষদের সদস্য সুনীল কুন্ডু, জেলা কমিটির অর্থ সম্পাদক লিটন কৃষ্ণ কর, পল্টু বসু প্রমুখ।